ইন্দুরকানী উপজেলা বাসিকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন জিয়াউল আহসান গাজী
- আপডেট সময় : ০৪:৫৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
ইন্দুরকানী উপজেলা বাসিকে মাহে রমজানের শুভেচ্ছা জানালেন জিয়াউল আহসান গাজী
স্টাফ রিপোর্টার:-
পিরোজপুর ইন্দুরকানী উপজেলা বাসিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী।
মঙ্গলবার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বিষয়ে একান্ত সাক্ষাৎকার কালে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে পিরোজপুর ইন্দুরকানী ও বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের জানান প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ। সকলের উদেশ্য তিনি বলেন আরবি মাস সমূহের নবম মাস হচ্ছে পবিত্র রমজান মাস। রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তন্ত। রোজা শব্দটি ফারসি। এর আরবি পরিভাষা হচ্ছে সওম, বহুবচনে বলা হয় সিয়াম। সওম অর্থ বিরত থাকা, পরিত্যাগ করা। পরিভাষায় সওম হলো আল্লাহর সন্তুটি কামনায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা।
এছাড়া তিনি আরো বলেন আমাদের সকল ভেদাভেদ ভূলে গিয়ে একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে মাহে রমজানের পবিত্রা রক্ষা করতে হবে। গরীব দু:ক্ষিদের খোঁজ খবর নিতে হবে, তাদের কষ্ট লাগবের জন্য তাদের পাশে থেকে তাদের ভাগ্য উন্নয়ন করতে উন্নয়ন মূলক কাজ করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমি সব সময়ই গরীব দুঃক্ষীদের পাশে ছিলাম, আছি এবং যতোদিন বেঁচে আছি থাকবো ইনশাআল্লাহ।