সংবাদ শিরোনাম :  
                            
                            ইউনিয়নকে চাঁদাবাজ মুক্ত রাখতে গ্রামে গ্রামে বৈঠক করছে ইছালী ইউনিয়ন যুবদল
																
								
							
                                
                              							  নিজস্ব প্রতিবেদক									
								
                                
                                - আপডেট সময় : ০৯:১২:৫২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ১০০ বার পড়া হয়েছে
 

নিজস্ব প্রতিবেদক: দলকে আরও সুসংগঠিত করতে, তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশকে চাঁদাবাজ মুক্ত রাখতে ইছালী ইউনিয়ন যুবদল গ্রাম পর্যায়ে পুরো ইউনিয়ন ব্যাপী বৈঠক চলছে।তার ধারাবাহিকতায় আজ ৩নং ইছালী ইউনিয়ন যুবদল ৫ ওয়াডের যৌতগ্রাম,মনোহরপুর, এনায়েতপুর,ফুলবাড়ি গ্রামে আলাদা আলাদা বৈঠক করছে।

উক্ত গ্রাম বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান,ইছালী ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক শওকত হোসেন,যুগ্ম আহবায়ক তানভীর রহমান তুহিন,সাবেক সহ-সাংগঠনিক রায়হান সুলতান( সাবু), আহবায়ক সদস্য  আশরাফুল ইসলাম।

তাদের এই গ্রাম পর্যায়ের বৈঠকের মুল উদ্দেশ্য জাতীয়তাবাদী দল যুবদলকে আরো সুসংগঠিত করা এবং দেশকে চাঁদাবাজ মুক্ত করা।দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে দলকে সুশৃঙ্খলভাবে গঠন করাই এ মিটিং এর মুল উদ্দেশ্য।
																			
										






















