আশাশুনির হাঁড়িভাঙ্গা বাজারে আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ ১৭ বার পড়া হয়েছে
বিউটি খাতুন,স্টাফ রিপোর্টার বাংলাদেশ:-
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার হাঁড়িভাঙ্গা মৎস্য সেটে আজ সকাল ৯:০০ ঘটিকায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি বিসমিল্লাহ হ্যাচারির পরিচালক জনাব মোঃ গাওসুল হোসাইন রাজ । আরও বক্তব্য রাখেন হাঁড়িভাঙ্গা মৎস্য সেটের সভাপতি ও বিএনপির নেতাকর্মীরা। মোঃ গাওসুল হোসাইন রাজ বলেন, বিগত ১৬ বছরে আশাশুনি উপজেলা সন্ত্রাসীর অধীনে ছিল। আশাশুনি উপজেলার চেয়ারম্যান জনাব এবিএম মোস্তাকিম যাদের টাকা আছে তাদের সাথে কথা বলতেন, যাদের নেই তাদের সাথে কথা বলতেন না এমনকি তাদের কোন সরকারি অনুদান দিত না। তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা ভোটের সময় কিছু কুচক্রী মহলের মানুষ ভোট দেওয়ার জন্য টাকা খেত,আর ৫ টা বছর কষ্ট পেত সাধারণ জনগণ। আমি আওয়ামী লীগ করি না বিধায় আমি যখন কোন প্রোগ্রামে যেতাম তখন আওয়ামী লীগের লোকজন বলতো রাজকে কে ডেকে এনেছে। আশাশুনিতে যদি ৮০ জন ধনী ব্যক্তি থেকে থাকে তার মধ্যে আমি একজন। তবে আমার যেটুকু জনগণের কষ্টে বিলিয়ে দেই। কিন্তু আমি সালাউদ্দিন চাচা উপজেলার চেয়ারম্যান থাকাকালীন আমার মতো জনগণের মানবতা দেখেছি। গতবার আশাশুনিতে ৩৩ টা পূজা মন্ডপের মধ্যে একটিতে ককটেল নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু এবার আমি দুর্গাপূজার সময় নিজেই পাহারা দিয়েছি। আমি চাই যার যার ধর্ম সে সে পালন করুক। হিন্দু, মুসলিম নির্বিশেষে কোন দল নিয়ে মনমালিন্য না করে সবাই সুখে শান্তিতে আশাশুনি উপজেলাকে সুন্দর করে গড়ে তুলি। এবং এখান থেকে তিন বছর পর ভোট হলেও যোগ্য ব্যক্তিদের ভোট দেই। তিনি আরও বলেন, আমি কোন দল করি না, আগামী জানুয়ারিতে যে দল আমার কাছে সত এবং যোগ্য মনে হবে সেই দলে যোগ দিব। এবং আশাশুনি উপজেলাকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবো।