আশাশুনিতে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নোমান হোসেনের যোগদান

- আপডেট সময় : ০৭:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

বিউটি খাতুন স্টাফ রিপোর্টার বাংলাদেশঃ
সাতক্ষীরা জেলার আশাশুনি থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নোমান হোসেন যোগদান করেছেন গত সোমবার ৬ ই জানুয়ারি রাতে। আশাশুনিতে ওসি হিসেবে যোগদানের পূর্বে তিনি সিআইডি ফরেনসিক বিভাগে ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ওসি হিসেবে এটাই তার প্রথম কর্মস্থল। সোমবার রাতে আশাশুনি থানায় তিনি পৌঁছালে আশাশুনি থানার ওসি ( তদন্ত) আব্দুল ওয়াদুদসহ থানার সকল স্টাফ তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। ওসি নোমান হোসেন ২০১০ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ছাত্র হিসেবে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি পঞ্চম শ্রেণীতে বৃত্তি প্রাপ্ত হন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে প্রথম শ্রেণীতে ২য় স্থান অর্জন করেন।পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দূর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।তার বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার কলেজপাড়া সাত নম্বর ওয়ার্ড পৌরসভায়। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা সন্তানের জনক। চাকরি করার পাশাপাশি তিনি একজন সাহিত্য প্রেমী মানুষ। ইতোমধ্যে তার লেখা বই প্রকাশিত হয়েছে। যোগদানের পর ওসি নোমান হোসেন আশাশুনি থানা বাসীর উদ্দেশ্য বলেন, পুলিশ ও জনতার সম্পর্ক হবে বন্ধুর মতো। জনসাধারণের যেকোন প্রয়োজনে পুলিশ সহযোগিতা করতে বদ্ধপরিকর। আপনারা পুলিশকে সহযোগিতা করবেন, তাহলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের জন্য সহজ হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সন্ধ্যার পর কেউ বাজার – ঘাট বা চায়ের দোকানে থাকতে পারবে না। তাদের থাকতে হবে পড়ার টেবিলে। তিনি আরও বলেন, আগের দিন শেষ,আজ থেকে আশাশুনি থানার নতুন জীবন শুরু।কেউ মাদক কিংবা জুয়ার সঙ্গে জড়িত থাকলে তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আশাশুনি থানার আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল সাংবাদিক ও সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন