আলুর কোল্ড স্টোরের ভাড়া বৃদ্ধি করায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে

মো: এরশাদ আলী, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ-
আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের উন্নয়নে কৃষির অবদান অতুলনীয়। বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের মধ্যে রাজশাহী জেলা অন্যতম। রাজশাহী জেলার কৃষকগণ কঠোর পরিশ্রম করে জমিতে বিভিন্ন ফসল উৎপাদন করে থাকেন। রাজশাহী জেলার কৃষি তথা কৃষকদের কৃষিতে ও দেশের উন্নয়নে অবদান অতুলনীয়।
জানা যায় যে, এবার রাজশাহী জেলার কৃষক গণ ব্যাপক পরিশ্রম করে, অনেক ঝুকি নিয়ে বিঘা প্রতি সব খরচ মিলে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে পর্যাপ্ত পরিমানে আলু চাষ করেছেন। বর্তমানে কৃষক গণ আলুর ফলন কেমন হবে ও আলুর দাম কেমন পাবেন এই নিয়ে এমনিতেই অনেক চিন্তিত অবস্থায় রয়েছেন। এর মধ্যে রাজশাহী জেলার বিশেষ করে তানোর উপজেলা এবং মোহনপুর উপজেলার সকল আলুর কোল্ড স্টোর এর মালিক গণ আলুর কোল্ড স্টোর এর ভাড়া দ্বিগুন বৃদ্ধি করেছেন।
জানা যায় যে গত মৌসুম ২০২৪ সালে হিমাগার কর্তৃক নির্ধারিত ভাড়া ২৫৫ টাকা বস্তুা প্রতি ছিল। আগামী মৌসুম ২০২৫ সালে আলু সংরক্ষণের জন্য প্রায় ৬৫-৭০ কেজি আলুর বস্তুা ২৮৫ টাকা দরে সকল কৃষককে তাদের নির্ধারিত প্যাডে স্বাক্ষর করে চুক্তিপত্র গ্রহন করান। উক্ত চুক্তিপত্রে হিমাগরের ম্যানেজার, জেনারেল ম্যানেজার ও মালিকপক্ষ স্বাক্ষর করেন। কিন্তু পরবর্তীতে হঠাৎ করে হিমাগার পরিচালক গণ পূর্বের চুক্তিপত্রকে বাতিল করে আলুর প্রতি কেজি ভাড়া ৮ টাকা দাবি করে এবং ৮ টাকা দরে নতুনভাবে চুক্তিপত্র করার জন্য সকল কৃষকগণের উপর চাপ সৃষ্টি করেন। জানা যায় যে পূর্বের আলু সংরক্ষণের ভাড়ার চাইতে বর্তমানে ভাড়া দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে কৃষক দের চরম সমস্যা হচ্ছে ও কৃষক দের মৌলিক অধিকার নষ্ট হচ্ছে।
এমতাবস্থায় পূর্বের চুক্তিপত্র মোতাবেক সকল কৃষকগণকে আলু সংরক্ষণ করানোর জন্য স্টোর কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান কৃষক সমাজ ও আলু ব্যবসায়ীগণ।
আজকের এই প্রতিবাদ সভায় বক্তব্য দেন আলু চাষী ও ব্যবসায়ী মো: বাবু, মো: তোফা,মো: মান্নান, মো: আব্দুল মতিন, মো: মালেক, মো: আজাহার মো: নুরুল ও মো:লিমন সহ আরো অনেকে। সকল বক্তা স্টোর কর্তৃপক্ষকে আলুর ভাড়া পূর্বর কেজিপ্রতি ৪ টাকা করার আহ্বান জানান। বক্তারা বলেন আগামী ১০ই জানুয়ারির মধ্যে প্রতিটি স্টোর কর্তৃপক্ষকে এই দাবি মানতে হবে। দাবি না মানলে কৃষকরা কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি প্রদান করেন।
প্রতিবাদ সভা শেষে কৃষক ও ব্যবসায়ীগণ তানোর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিভাগীয় কমিশনার, রাজশাহী বরাবর স্মারকলিপি প্রদান করেন। তানোর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কৃষকদের নায্য দাবি মানার পক্ষে কাজ করার জন্য আলু চাষী ও ব্যবসায়ীদের আশ্বাস প্রদান করেন। এতে করে কৃষক গণ ও ব্যবসায়ীগণ অনেকটা খুশি হন এবং শান্তি ভাবি আজকের এই প্রতিবাদ সভার সমাপ্ত ঘোষণা করেন।