আলমডাঙ্গার বাড়ির উঠানে বৈদ্যুতিক নষ্ট খুঁটি, দুর্ঘটনার শঙ্কা
- আপডেট সময় : ০১:২৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-আলমডাঙ্গার পাঁচকমলাপুরে বাড়ির উঠানে থাকা নষ্ট বৈদ্যুতিক কাঠের খুঁটি থেকে দুর্ঘটনার আশঙ্কায় তা স্থানান্তরের দাবি জানানো হয়েছে। দুর্ঘটনা রোধে গত বছরের অক্টোবর মাসের ২৯ তারিখে ভুক্তভোগী মখলেছুর রহমান তার বাড়ির উঠান থেকে নষ্ট হওয়া বৈদ্যুতিক খুটিটি মেরামত ও স্থানান্তর করতে মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেন। মখলেছুর রহমান পাঁচকমলাপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত রবগুল মণ্ডলের ছেলে।লিখিত আবেদনে মখলেছুর রহমান উল্লেখ করেন, ‘আমি মেহেরপুর পল্লী বিদ্যুতের একজন নিয়মিত গ্রাহক। আমার বসতবাড়ির উঠানে অনেক পূর্ব থেকে পল্লী বিদ্যুতের একটি খুটি অবস্থিত। খুঁটিটি বর্তমানে নষ্ট এবং ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। খুঁটিটির অবস্থান বসতবাড়ির উঠানে হওয়া ও খুঁটিটি নষ্ট হওয়ায় যেকোনো সয়ম দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। জরুরি ভিত্তিতে খুঁটিটি পরিবর্তন এবং স্থানান্তর করা প্রয়োজন।এ বিষয়ে মোখলেছুর রহমান বলেন, ‘বৈদ্যুতিক কাঠের খুঁটিটি আমার বাড়ির উঠানের মাঝে অবস্থিত। খুঁটিটি নষ্ট হওয়ায় যেকোনো সময় ভেঙে পড়তে পারে। ফলে সবসময় ভয়ে থাকতে হয়। খুঁটিটি স্থানান্তরের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী বরাবর লিখিত আবেদন করেছি।