আলমডাঙ্গায় কৃষি জমির মাটি কাটার অভিযোগে জমি মালিককে অর্ধ লাখ টাকা জরিমানা

- আপডেট সময় : ০৬:৩১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

মোঃ আসাদুজ্জামান আসাদ।
চুয়াডাঙ্গা প্রতিনিধি:-আলমডাঙ্গায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করার অপরাধে জমি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারি মাঠে কৃষি জমিতে পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করা হচ্ছে, এমন সংবাদ পেয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস থানা পুলিশ সাথে নিয়ে পোয়ামারি মাঠে উপস্থিত হন। উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতির বিষয়টি জানতে পেরে ভেকু ড্রাইভার গাড়ি ফেলে পালিয়ে যায়। দীর্ঘ সময় পর জমির মালিক সাবেক মেম্বার আমীর হোসেন মাঠে উপস্থিত হন। আমীর হোসেন মেম্বার মাটি কাটার কথা স্বীকার করেন। মাটি ব্যবসায়ী ও ভেকু ড্রাইভার উপস্থিত না হওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালি মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে জমির মালিক আমীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। মাটি কাটা ভেকু মেশিনটি স্থানীয় ইউপি সদস্য দাউদ হাসান ঠান্ডুর দায়িত্বে জমা রাখা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে আলমডাঙ্গা থানার এএসআই মামুন অর রশিদ, ইউনিয়ন ভুমি সহকারি মতিয়ার রহমান মোল্লা উপস্থিত ছিলেন