আরব আমিরাতের ডুবাই তে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু। মাসুদুল ইসলাম।
- আপডেট সময় : ১১:০৫:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে
আরব আমিরাতের ডুবাই তে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু।
মাসুদুল ইসলাম।
আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। লোকেমুখের শ্লোক দুবাইয়ের বাতাসে টাকা ওড়ে। সেই টাকা বস্তা বন্দী করতে হাজারো স্বপ্ন নিয়ে প্রবাসে পাড়ি দিয়েছিলেন ২৯ বছরের টগবগে যুবক মোহাম্মদ আসিফ। কে জানত ঘুমের গোরে স্বপ্ন দেখতে দেখতে চলে যাবেন স্বপ্নের দেশে।
ডুবাই দেরা প্রবাসী মোহাম্মদ আসিফ। পিতা মোহাম্মদ হানিফ। ধর্মপুর ২ নং ওয়ার্ড করির বাপের বাড়ির ছেলে। একমাত্র ছেলে পরিবারের জিম্মা নেওয়ার জন্য প্রবাসে গিয়ে নিজেই চলে গেলেন আল্লাহর জিম্মায়। প্রতিদিনের ঘুমালেন কিন্তু সকাল আর দেখেননি। ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন আজ সকালে।
ইন্না-লিল্লাহীর ওয়া ইন্না-লিল্লাহীর রাজেউন।
তার বন্ধু প্রবাসী মাহাফুজুল ইসলাম জানান, তারা একসাথে চা নাস্তা খেয়েছিলেন কিন্তু এইভাবেই চলে যাবে কেউ ভাবতে পারেনি। তার মৃত্যুতে বন্ধু মহল ও তার পরিবারে নেমে আসে শোকের ছায়া।
আল্লাহ তার পরিবার কে শোক সইবার শক্তি দাও। আমিন।