আমরা বই মেলাতে যাবোই বলেছেন মুশতাক

- আপডেট সময় : ০৮:৩১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

গত কয়েকদিন বইমেলায় গিয়ে কিছু তরুণের রোষানলে পড়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এরপরও বইমেলায় যাওয়া বন্ধ রাখবেন না বলে জানিয়েছেন তারা।
গত সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলাপ করেন এই দম্পতি।
মুশতাক বলেন, আমার দুটি বই মেলায় প্রকাশিত হয়েছে। প্রথম দিকে পাঠকের উৎসবমুখর পরিবেশ ছিল। দূরদূরান্ত থেকে শতশত লোক এসেছে, আমাদের সঙ্গে ছবিও তুলেছে। কিন্তু ৯ ফেব্রুয়ারি হঠাৎ কিছু সংখ্যক ছেলে আজেবাজে কথা বলা শুরু করল। আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। মেলায় বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় আমরা স্বেচ্ছায় সেখান থেকে চলে যাই।
তিনি আরও বলেন, আমরা আবার মেলায় গেলে আমাদের গুলি করে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। ১০ ফেব্রুয়ারি আমি শাহবাগ থানায় জিডি করেছি। অসৎ উদ্দেশ্য নিয়ে আমাদের হেয় প্রতিপন্ন করতেই তারা মেলায় এসেছে। মেলা থেকে আমাদের কেউ বের করেনি। পরিবেশ নষ্ট হবে, এই ভেবে আমরা স্বেচ্ছায় বেরিয়ে যাই।
ডিবি প্রধানের কাছে আসার বিষয়ে মুশতাক বলেন, ডিবি প্রধান হারুন সাহেব খুবই ভালো মানুষ। মিডিয়ায় দেখেছি তার কাছে যেই এসেছে সাহায্য পেয়েছেন। তাই আমাদের নিরাপত্তা নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করি। দুইজনকে হয়রানির বিষয়ে লিখিত অভিযোগও দিয়েছি।
তিনি আরও বলেন, তিশা আমার বিবাহিত স্ত্রী। মুসিলম আইন মেনেই বিয়ে করেছি। সে সাবালিকা, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমি বলছি ভালো আছি, সেও বলছে ভালো আছে।
I’m extremely inspired together with your writing abilities and also with the layout for your weblog. Is this a paid topic or did you customize it yourself? Anyway keep up the excellent quality writing, it is uncommon to look a great weblog like this one nowadays!