আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ব্যতিক্রমী আয়োজন
- আপডেট সময় : ০৩:২৪:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক নারী দিবসে গাইবান্ধায় সাঁওতাল নারীদের ব্যতিক্রমী আয়োজন।
স্টাফ রিপোর্টার:-
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গত রোববার (১০ মার্চ) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুর মাঠে সাঁওতাল নারীদের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে নাগরিক সংগঠন জনউদ্যোগ। বর্ণিল এই আয়োজনে সাঁওতাল নারীদের সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাঁওতাল নারী নেত্রী প্রিসিলা মুরমু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জনউদ্যোগ, গাইবান্ধার সদস্য সচিব প্রবীর প্রবীর চক্রবর্তী, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ গাইবান্ধা সদর উপজেলা আহবায়ক গোলাম রব্বানী মুসা, সমাজকর্মী মনির হোসেন সুইট, হাসান মোরশেদ দিপন, সাঁওতাল নেতা বৃটিশ সরেন, মারিয়া মুরমু প্রমুখ।
বক্তারা বলেন, সারা দেশে সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠী অন্য সকল জনগোষ্ঠী অপেক্ষায় প্রান্তিক অবস্থানে রয়েছে, তেমনি মানবাধিকার এবং জীবনমানের সার্বিক দিক দিয়ে আজও নানাভাবে বঞ্চিত। বিশেষ করে সাঁওতাল নারীরা আরো প্রান্তিক অবস্থানে রয়েছে।
সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর উপর নির্যাতন ও উচ্ছেদ প্রক্রিয়া অব্যহত থাকলে তারা দেশান্তরে বাধ্য হবে। যা ভাষা, সাংস্কৃতিক ও প্রাকৃতিক বৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়বে। সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শূন্যতা ঠেকাতে তাদের প্রতি সহিংসতা, নির্যাতন ও উচ্ছেদ বন্ধ করতে হবে।
সাঁওতাল নারীদের ফুটবল খেলায় গোয়ালপাড়া-দুইহারা নারী ফুটবল দল নারী ফুটবল দল ২-০ গোলে হারিয়েছে জয়পুর-মাদারপুর নারী ফুটবল দলকে। খেলা পরিচালনায় ছিলেন এম.এ.এইচ মানিক।
সাঁওতাল নারী নেত্রী প্রিসিলা মুরমু বলেন, জয়পুর-মাদারপুর নারী ফুটবল দলের দলনেতা অনামিকা মুর্মু, গোয়ালপাড়া-দুইহারা নারী ফুটবল দলের দলনেতা আদুরী সরেন সবাই কিশোরী ও ছাত্রী। এসব নারী ফুটবল দলের খেলোয়াড়দেরও কখনো পড়াশুনা, কখনোও মাঠে কৃষি কাজ করতে হয়। লাজ-লজ্জা আর সমাজের কু-দৃষ্টি উপেক্ষা করে তারা নারী ফুটবল দল গড়ে তুলেছে। তারা একদিকে যেমন পড়াশুনা করছে, অন্যদিকে বাড়ির লোকদের কৃষি কাজে সহায়তা করছে, আবার প্রতিবেশীদের সাহায্যের জন্য বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও অংশগ্রহণ করছে।
জয়পুর-মাদারপুর নারী ফুটবল দলের দলনেতা অনামিকা মুর্মু বলেন, শারীরিক ও মানষিক বিকাশের জন্য ছেলেদের যেমন খেলাধুলা প্রয়োজন তেমনি নারীদের বিকাশের জন্য খেলাধুলা প্রয়োজন। তাই তারা সাঁওতাল কিশোরীদেরকে নিয়ে গড়ে তুলছে ফুটবল দল।