আত্মসাৎকারি মারিয়া হানিয়াম জবানবন্দিতে যা বলেছেন
- আপডেট সময় : ০৯:১৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
স্টাফ রিপোটার:
মারিয়া হানিয়াম, পিতা- এম এ মালেক, মাতা – ইসতম আরা জাহান
ঠিকানা:- ৭/২,প্রীতি হোমস,পরিবাগ,থানা- শাহাবাগ,ঢাকা।
এই মারিয়া বিভিন্ন ভাবে মানিষের থেকে অর্থ আত্মসাৎ করে আসছে।
মারিয়া বিভিন্ন সময় দেশের বাইরে বসবাসরত দেশের বিভিন্ন মানুষ কে প্রলভোন দেখিয়ে বিভিন্ন উপায়ে অর্থ আত্মসাৎ করে আসছে।
মানুষকে ব্লাকমেইল এবং লোভ, লালসা দেখিয়ে, মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করাই তার পেশা।
এক পর্যায় তিনি বাংলাদেশের ২/৩ ব্যক্তি থেকে ৬০ থেকে ৭০ লক্ষ্য টাকা আত্মসাৎ করার চেষ্টা করে।
যাদের পরিচয়:-
১/মোঃ লিটন সরদার,পিতা:- ফারুক সরদার,সাং- বনানী, ২/খন্দকার মিরাজ,পিতা-লতিফ খন্দকার, সাং- সেক্টর-৭ উত্তরা ৩/ জনি খান, পিতা- অলিয়ার রহমান,কুড়িল বিশ্বরোড।
এদেরকে মারিয়া বিভিন্ন প্রলোভন দেখিয়ে ৬০/৭০ লক্ষ টাকা হাতানোর চেস্টা করছিলো।
যে স্বীকারোক্তি মারিয়া নিজেই দিয়েছে প্রশাসনকে।
২০২২ সালে থেকে তার মাতা ইসমত আরা জাহান এবং তিন বান্ধবী মনিকা, তামান্না এবং ছোয়া মিলে দেশের বাইরে আমেরিকায় বসবাসরত ইন্জিনিয়ার, ব্যবসায়ী,ও ডাক্তারদের টার্গেট করে বিভিন্ন কৌশলে টাকা হাতানোর কাজ করে আসছে।
এর আগে ২০২৩ সালেও পুলিশ তাদের ডলারসহ আটক করে এবং মারিয়ার নামে অভিযোগ রয়েছে থানায়।
তাদের এই প্রতারক চক্রটি ২২ সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আসছে।