আজ এইচএসসি পরীক্ষা: জরুরী প্রয়োজনে ৯৯৯-এ কল করার পরামর্শ

- আপডেট সময় : ০৯:৪৪:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ রিয়াজ মিয়া
সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা । পরীক্ষার্থীদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ১৯টি নির্দেশনা দিয়েছে। পাশাপাশি পরীক্ষার্থীদের সহায়তায় রাজধানীর রাস্তায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) কাজ করবে বলে জানিয়েছেন ডিএমপি।এদিকে কোনো শিক্ষার্থী যদি পরীক্ষার কেন্দ্র ভুলে অন্য কেন্দ্র চলে যায়, তাদের নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দিতে পুলিশের সহায়তা টিম থাকবে। তারপরও যদি কোনো শিক্ষার্থীর সহায়তা প্রয়োজন হয় তাহলে ৯৯৯ ফোন করলে তাকে তাৎক্ষণিক সহযোগিতা করা হবে।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার মুনিবুর রহমান বলেছিলেন, প্রতিটি কেন্দ্রের রোডভিত্তিক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার্থীরা যেন সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য রোডে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঢাকা মহানগরে এইচএসসি পরীক্ষার কেন্দ্র আছে ৮০টি। পরীক্ষা কেন্দ্রমুখী যেসব রোড রয়েছে সেখানে বিশেষ ট্রাফিক ব্যবস্থা থাকবে। পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছতে পারে সে প্রচেষ্টা থাকবে আমাদের। এছাড়া প্রধান সড়কগুলোয় ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না।