আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এর নববর্ষের প্রকাশনার মোড়ক উন্মোচন

- আপডেট সময় : ০৪:০২:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা ।।
সৃজনশীল সাহিত্য, সাংস্কৃতিক, ক্রীড়া , মানবাধিকার ও সামাজিক উন্নয়ন সংগঠন আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এর পক্ষে ২০২৫ সালের নববর্ষের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (২৭ শে ) ডিসেম্বর সন্ধ্যা ছয় টার সময় আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এর নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মোঃ শাহজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ আবু আলী, মোঃ ফারুক হোসেন,বিপ্লব, মারুফ হোসেন, আঃ রাজ্জাক প্রমুখ।
অতিথিবৃন্দ প্রকাশনা সামগ্রী নিয়ে বক্তব্যে বলেন, আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এবছরের প্রকাশনায় ইসলামের সৌন্দর্যকে খুবই চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে, বিশেষ করে ক্যালেন্ডার, ডায়েরি, দেয়ালিকা গুলো মানুষের মাঝে নতুন ভোরের স্বপ্ন দেখাতে সহায়ক হবে এবং অন্যান্য প্রকাশনা সামগ্রীর মাধ্যমে ইসলামের সুমহান আদর্শ প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উক্ত নববর্ষের ক্যালেন্ডার উনষম্নচন আলোচনায় আসন্ন শীতে এতিম, প্রতিবন্ধী ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করার সিদ্ধান্ত হয়।
সুস্থ সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আছিয়া বেগম স্মৃতি পাঠাগার গুলোর মাধ্যমে নববর্ষের প্রকাশনা সামগ্রী সারাদেশে সকল স্তরে দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দিবে অতিথিবৃন্দ সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর হোসেন।