আগৈলঝাড়া বিএনপির আহবায়ক কবির হোসেন তালুকদার এর মৃত্যুতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ

- আপডেট সময় : ১০:৫৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৮ বার পড়া হয়েছে

মো: আশরাফ,বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি,বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি,মো: মোক্তাদির হোসেন তরু এর বাবা। বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও বরিশাল জেলা বিএনপি সদস্য।মো:কবির হোসেন তালুকদার,এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীর ভাবে আস্থাশীল মরহুম কবির হোসেন তালুকদার সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয়ে কাজ করেছেন। এছাড়াও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। বিএনপি’র মহাসচিব জানান রুহের মাগফিতার কামনা করে শোকার্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। মরহুম কবির হোসেন তালুকদার রোজ বুধবার দুপুর ০১ঃ১৫ মিনিটে রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)তিনি মৃত্যুকালে দুই ছেলে এক মেয়ে রেখে গিয়েছেন বড় ছেলে মোক্তাদির হোসেন(তরু)ও ছোট ছেলে শুভ তালুকদার। তার জানাজার নামাজ গৈলা স্কুল মাঠ প্রাঙ্গনে রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে। সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন জানাজার নামাজে।