আগৈলঝাড়ায় স্থানীয় সরকার দিবসে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পৃথক শোভাযাত্র ও আলোচনাসভা।

- আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১১৪ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় স্থানীয় সরকার দিবসে প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পৃথক শোভাযাত্র ও আলোচনাসভা।
নিজস্ব প্রতিনিধিঃ-
প্রাতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভাবে দ্বিতীয় বারের মতো স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পৃথকভাবে র্যালী, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্তরে র্যালী শেষে পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা অফিসার পিযুষ রায়, উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মোশারফ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম রঞ্জন হালদার, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদারসহ অন্যান্য কর্মকর্তারা। অন্যদিকে রাজিহার ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে নতুন ইউনিয়ন পরিষদ ভবন কমপ্লেক্সের সামনের সড়কে স্থানীয় জনগনের সমন্বয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে চেয়ারম্যান মোঃ ইলিয়াসম তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপাধ্যক্ষ এস এম হেমায়েত উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার,বীর মুক্তিযোদ্ধা মোঃ বক্তিয়ার হোসেন শিকদার, রাজিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হরে কৃষ্ণ হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন তালুকদার, ইউপি সচিব গৌতম পালসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ। এ সময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে রাজিহার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে অফিস কার্যক্রমের শুরু করা হয়। একইদিনে র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে। চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গৈলা মডেল ইউপি সচিব সাধন চন্দ্র হালদারসহ স্থানীয় ইউপি সদস্যগন।