আগৈলঝাড়ায় শিক্ষকের ওপর হামলায় আসামি নুর আলম গ্রেপ্তার

- আপডেট সময় : ১১:২৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

আশরাফ,বরিশাল ক্রাইম রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাটের জন্য বরাদ্দকৃত টাকা থেকে শিক্ষকের কাছে চাঁদা দাবী করে আসছে স্থানীয় নুর আলম হাওলাদার নামে এক ব্যক্তি। চাঁদা দিতে অস্বীকার করায় শিক্ষকের উপর হামলা করে গুরুতর আহত করা হয়েছে। আহত শিক্ষককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এঘটনায় আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় লিখিত অভিয়োগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা কতৃর্ক ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। টাকা বরাদ্দ দেয়ার পর থেকে চাউকাঠি গ্রামের শাহ আলম হাওলাদারের ছেলে নুর আলম হাওলাদার ওই টাকা থেকে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে শিক্ষকদের কাছে।এঘটনা নিয়ে শুক্রবার রাতে চাউকাঠি বাজারের কাওছারের দোকেনের সামনে বসে নুর আলম হাওলাদার চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবুল কালাম মৃধার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবী করে। এসময় শিক্ষক মো. আবুল কালাম মৃধা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় নুর আলম হাওলাদার তার উপর হামলা করে গুরুতর আহত করে।
স্থানীয়রা আহত শিক্ষক মো. আবুল কালাম মৃধাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শিক্ষক মো. আবুল কালাম মৃধা জানান, চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিহা তানজিন ১ লক্ষ ১৫ হাজার টাকা বরাদ্দ দেয়।সেই বরাদ্দের টাকা থেকে স্থানীয় নুর আলম হাওলাদার ৬০ হাজার টাকা চাঁদা দাবী করে। আমি চাঁদার টাকা দিতে অপরগতা প্রকাশ করলে নুর আলম হাওলাদার আমাকে টর্চলাইট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এঘটনায় চাউকাঠি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসনেহেনা বাদী হয়ে গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিভযুক্ত নুর আলম হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। এব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান। লিখিত অভিযোগে গ্রেপ্তারকৃত আসামী নুর আলম হাওলাদারকে রোববার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।