সংবাদ শিরোনাম :
আগৈলঝাড়ায় লিফলেট বিতরণের সময় যুবলীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১৪:০১ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৭ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা
বরিশাল জেলা প্রতিনিধিঃ
বরিশালের আগৈলঝাড়ায় সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় যুবলীগ নেতাকে আটক করেছে জনতা।পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের জোবারপাড় গ্রামের শশীভুষন পান্ডের ছেলে ও ইউনিয়ন যুবলীগ সদস্য পুলিন পান্ডে মঙ্গলবার সন্ধ্যার পরে জোবারপাড় বাজারে বসে সরকার বিরোধী লিফলেট লোকজনের মাঝে বিতরণ করছিলেন। পরে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এঘটনায় এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, স্থানীয় জনতা আটক করে আমাদের কাছে দিয়েছে। সে উপজেলা ছাত্রদল নেতা শাহেদের মটরসাইকেল চুরির মামলার আসামি। গতকাল সকালে তাকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।