আগৈলঝাড়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাংলাদেশ খ্রীস্টান ফোরামের প্রার্থনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৪৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

মো:আশরাফ, বরিশাল ক্রাইম রিপোর্টার :-
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বাংলাদেশ খ্রীস্টান ফোরামের উদ্যোগে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বি এন পি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার জোবারপাড় এলাকার একটি চার্চে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। প্রার্থনা সভাটি এ্যাসেন্ট রায়,এর নেতৃত্বে পরিচালনা করা হয়।
চার্চের পালক পুরোহিত ও খ্রীস্টান সম্প্রদায়ের লোকজন শান্তির মঙ্গলকামনা ও দেশনেত্রীর দ্রুত আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনা করেন। দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা জন্য প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায়, বাগধা ইউনিয়ন বিএনপির ৮ নং ওয়ার্ডের সভাপতি ডা. এলিয় বিশ্বাস, ৯ নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক পরাগ পান্ডে। এছাড়াও স্থানীয় বিএনপি নেতাকর্মী, চার্চের ধর্মযাজক, বিভিন্ন বয়সী নারী-পুরুষ, যুবক, বৃদ্ধসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এ সময় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ্যাসেন্ট রায় বলেন,বেগম খালেদা জিয়া দেশের গনতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দেশের কোটি মানুষের প্রার্থনা। প্রার্থনা শেষে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় করা হয়।



















