আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে ভেগাই হালদারের জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৭:৫৪:১১ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

মো সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধ:
বরিশালের আগৈলঝাড়ায় বিভিন্ন আয়োজনে উপজেলা সদরের ঐতিহ্যবাহী প্রাচীণ বিদ্যাপীঠ ভেগাই হালদার পাবলিক একাডেমীর (বিএইচপি একাডেমী) প্রতিষ্ঠাতা ক্ষণজন্মা পুরুষ ভেগাই হালদারের ১শ ৭১তম জন্ম ও ৯০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্বর্গীয় ভেগাই হালদারের সমাধি মন্দিরে তার প্রতিকৃতিতে পুস্পমাল্য প্রদান শেষে তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণা সভা অনুষ্ঠিত হয়।
পাবলিক পরীক্ষা চলমান থাকায় গতকাল শনিবার বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফজলুল হকের অফিস কক্ষে সল্প পরিসরে আয়োজনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাতের সভাপতিত্বে ভেগাই হালদারের স্মরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক সুনীল কুমার বাড়ৈ, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, সাবেক অধ্যাপক রনজিত বাড়ৈ খোকন, সাবেক শিক্ষক নিত্যানন্দ মজুমদার, কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল প্রমুখ।
পঞ্জিকা অনুযায়ি, (২১ আষাঢ় ১২৬০—-২১ আষাঢ় ১৩৪০)। ২১আষাঢ় ক্ষণজন্মা ভেগাই হালদারের জন্ম-মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে।