আগৈলঝাড়ায় পুলিশ পরিচয় যুবলীগ সদস্য ছিনতাইকারীকে গনধোলাই

- আপডেট সময় : ০৯:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

মো:আশরাফ(বরিশাল)ক্রাইম প্রধান:-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে গনধোলাইয়ে একজন গুরুতর আহত ও বাকি দুই জন পালিয়ে যায়। পুলিশ গিয়ে গনধোলাইয়ে আহত রত্নপুর ইউনিয়নন যুবলীগ সদস্য ছিনতাইকারী রিপন মীরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ছিনতাই এর শিকার জয় বিশ্বাস বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মৎস্য চাষী সুশেন বিশ্বাসের ছেলে জয় বিশ্বাস আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে মাছ বিক্রি করে রোজ মঙ্গলবার ভোর ৫টায় বাড়ি ফিরছিলেন। এসময় গৈলা ইউনিয়নের পূর্বসুজনকাঠী (বটতলা) নামক স্থানে গেলে পুলিশ পরিচয়ে ভ্যানের গতিরোধ করে জয় বিশ্বাসকে তল্লাশী করে মাছ বিক্রির ২১ হাজার ১ শত টাকা ও একটি এক লক্ষ টাকা দামের একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ছিনতাই করে। এসময় জয় বিশ্বাসের চিকিৎকারে স্থানীয় লোকজন ধাওয়া করলে রিপন মীরের সাথে থাকা দুইজন টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারী ইউনিয়ন যুবলীগ সদস্য সৈদয় আরিফ ওরফে রিপন মীরকে আটক করে স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশের এসআই নুুর মোহাম্মদ ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় জয় বিশ্বাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন। এব্যাপারে এসআই নুুর মোহাম্মদ জানান ছিনতাইএর ঘটনা ফোনে জানতেপেরে ঘটনাস্থলে গিয়ে রিপন মীরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এরপূর্বেও রিপন মীর পুলিশের কটি পরে বৃহস্পতির(১০ জুলাই) ভোর রাতে বাইপাস সড়কে বসে রাজিহার গ্রামের মৎস্য ব্যবসায়ী শংকর হালদার ও আনোয়ার হাওরাদারকে জিম্মি করে ১১ হাজার টাকা ও দুটি মোবাইল এবংরোববার(১৩জুলাই)সকালে বিল্বগ্রাম সড়কে লাইজু বেগমের কাছ থেকে পুলিশ পরিচয়ে ৬০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এছাড়াও তার বিরুদ্ধে থানায় একাধীক মাদক মামলা রয়েছে বলে জানায় আগৈলঝাড়া থানা পুলিশ।