আগৈলঝাড়ায় পুলিশ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই ব্যবসায়িক গ্রেফতার

- আপডেট সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ২৭ বার পড়া হয়েছে

বরিশাল বিভাগীয় প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট ব্রিজের নিচ থেকে পুলিশি অভিযানে চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, পিরোজপুর জেলা থেকে নদী পথে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ব্রিজের নিচ থেকে এসআই মিল্টন মণ্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে।এসময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জহিরুল বেপারী ও পটুয়াখালী সদরের কালিকাপুর গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে লোকমান হাওলাদারকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জহিরুল বেপারী ও লোকমান হাওলাদারকে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।