আগৈলঝাড়ায় তারুণ্যর উৎসব পালিত

- আপডেট সময় : ০৩:৩০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ এর উদ্যোগে তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে তারুণ্যের উৎসবের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন।পরে একটি রেলী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ করে। এ সময় উপজেলার বিভিন্ন স্থানে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান,মশক নিধন ও জলাবদ্ধতা নিরসন কর্মসুচির ও শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের নেতৃত্বে রেলিতে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত )সুশংকর মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো.মাহাবুবুর রহমান সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্রনেতা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।