আগৈলঝাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”-এর চূড়ান্ত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

- আপডেট সময় : ১১:৫০:২২ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা,বরিশাল জেলা প্রতিনিধি:-
বরিশালের আগৈলঝাড়ায় গত ৭ মার্চ, শুক্রবার “আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”-এর চূড়ান্ত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সরকারি গৈলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট”-এর চূড়ান্ত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন। বলেন,তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। ক্রীড়ার মাধ্যমে জাতি গঠনের যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখেছিলেন এবং যার উত্তরসূরী হিসেবে ক্রীড়াঙ্গনে যে অবদান রেখেছেন আরাফাত রহমান কোকো, এই টুর্নামেন্ট সেই চেতনাকেই ধারণ করে।আমি বিশ্বাস করি, আমাদের তরুণরা শুধু খেলাধুলায় নয়, দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের প্রতিভার বিকাশ ঘটাতে বিএনপি সবসময় পাশে থাকবে।