আগৈলঝাড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৯:০৪:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২৯ বার পড়া হয়েছে

মো:আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ২১ দলীয় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে। গতোকাল মঙ্গলবার (২১জানুয়ারি) দুপুর ০১:৩০ মিনিটে গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গৈলা তরুন সমাজ -এর আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধনে সভাপতিত্ব করেন,মো: এনায়েত খান মনু, আহ্বায়ক টুর্নামেন্ট পরিচালনা কমিটি। প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন বক্তব্য রাখেন জনাব ফারিহা তানজিন, উপজেলা নির্বাহী অফিসার আগৈলঝাড়া। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপস্থিত ছিলেন-আগৈলঝাড়া উপজেলা বি এনপি আহবায়ক,মো: কবির হোসেন তালুকদার, ছিলেন, মোল্লা বশির আহমেদ (পান্না) উপজেলা বিএনপি,যুগ্ন আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার,সন্চালনায় ছিলেন,সদস্য সচিব টুর্নামেন্ট পরিচালক মো: হাফিজুর রহমান সোহাগ,উপস্তিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা ছাএ দলের সদস্য সচিব মো: রাতুল ইসলাম(সাহেদ) ছিলেন ছাত্রদল নেতা শুভ তালুকদারসহ আজ দুই দলের খেলা অনুষ্ঠিত হয় কালুপাড়া লিবার্টি ক্লাব এবং বরিশাল একাদশ