সংবাদ শিরোনাম :
আগৈলঝাড়ায় অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৯:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা আগৈলঝাড়া প্রতিনিধি:-
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম যুব সমাজের উদ্যোগে অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের স্থানীয় মুসলিম যুব সমাজের উদ্যোগে অন্যান্য বছরের মতো শুক্রবার সকাল থেকে ওই গ্রামের অসহায় ও দুঃস্থ ৭০টি পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এই ইফতার সামগ্রী বিতরণ করেছে। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে এক কেজি করে চিড়া, ছোলা, চিনি, মুড়ি ও আলু। ইফতার সামগ্রী বিতরণে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিল।
I’m extremely impressed with your writing talents and also with the format for your blog. Is that this a paid subject matter or did you modify it yourself? Anyway keep up the excellent high quality writing, it is uncommon to see a great blog like this one nowadays!