আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণধিকার পরিষদের ফারুক হাসান ঠাকুরগাঁ -২ আসনের মনোনয়ন প্রত্যাশী

- আপডেট সময় : ০৫:৪৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে

একে আজাদ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও ২ আসনের বাংলাদেশ গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা ও বার বার কারানির্যাতিত কেন্দ্রীয় নেতা মুখ্য সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসানের পক্ষে তাঁর নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গি,হরিপুর ও রাণীশংকৈল আংশিক বিভিন্ন হাটে-ঘাটে প্রচার প্রচারণা শুরু করেছে গণঅধিকার পরিষদের দলীয় নেতাকর্মীরা।
আজ ১৫ জানুয়ারি সকাল ১১ ঘটিকায় হরিপুর উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক সাহিদুল ইসলাম শাহিদ ও সদস্য সচিব জামাল উদ্দিনের নেতৃত্বে এই প্রচার-প্রচারনার কার্যক্রম শুরু হয়।
প্রচারনার কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব নূরে আলম রুপম, সদস্য সচিব অধ্যাপক সোবহান ও হরিপুর উপজেলা কমিটির আহবায়ক সুমন সরকার সহ গণঅধিকার পরিষদের নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্থানীয়রা জানান আগামী পার্লামেন্ট নির্বাচনে এবার. মনোনয়ন প্রত্যাশ হিসেবে আমরা ট্রাক মার্কার পক্ষে কাজ করব ইনশাল্লাহ।