অস্ত্র মামলায় গোল্ডেন মনির বেকসুর খালাস

- আপডেট সময় : ০৯:০৩:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে

মোঃ তৌহিদুর রহমান, ক্রাইম রিপোর্টার, যশোর :-
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উদ্ধার করা অস্ত্র আইনের মামলায় মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে অস্ত্র মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।
গত ফেব্রুয়ারি মাসে ঢাকার তৎকালীন মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ রায় ঘোষণা করে গেছেন।
তবে গতকাল এই রায়ের কথা আদালতে জানা যানা যে, রায়ে আদালত বলেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক আব্দুল মালেকের সাক্ষ্য থেকে স্পষ্ট মনির ও তার স্ত্রীর নামে দুটি বৈধ অস্ত্র ছিল।
বৈধ অস্ত্র থাকা সত্ত্বেও আরেকটি অবৈধ অস্ত্র ঘরে রাখার ঘটনা বিশ্বাসযোগ্য নয়।
মামলায় আদালতে কয়েকজন সাক্ষী বলেছেন, র্যাব তাদের ডেকে নিয়ে সাদা কাগজে সই নিয়ে মামলায় সাক্ষী বানিয়েছে। আদালত বলেছেন, তাদের সাক্ষ্য সাক্ষীদের উপস্থিতিতে মনিরের বাসার শয়নকক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে তা সমর্থন করে না।
বিশেষ উদ্দেশ্যে মনিরের বাসায় অভিযান চালানো হয়। রাষ্ট্রপক্ষের মামলাটি সাজানো।
আর অন্য সাক্ষীরা মনিরের শয়নকক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারে যে সাক্ষ্য দিয়েছেন, তা আদৌ বিশ্বাসযোগ্য নয়। রায়ে বলা হয়, মনিরের বাসা থেকে উদ্ধার অস্ত্রের ফরেনসিক পরীক্ষা করানো হয়েছে বলে কোনো তথ্য নথিতে উল্লেখ নেই। আবার মামলা করতে দেরি হয় ১৯ ঘণ্টা ১৫ মিনিট। এত বিলম্বের ব্যাখ্যা সন্তোষজনক নয়।
অন্যদিকে মনিরের আইনজীবী দবির উদ্দিন বলেছেন, মামলাটি সাজানো ছিল। মনিরকে হয়রানির উদ্দেশ্যে অস্ত্র মামলাটি করা হয়।