অবৈধ বালু,মাটি,পাহাড় খেকোদের কোন ছাড় নয় :-সাংসদ আবদুল মোতালেব সিআইপি

- আপডেট সময় : ১১:০২:০২ পূর্বাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:-
লোহাগাড়ায় অবৈধ ইট ভাটার ছড়াছড়ি হয়ে গেছে। যে সব ইটভাটার মধ্যে লাইসেন্স নেই সেসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। লাইসেন্স ছাড়া কোন ইটভাটা চালু রাখতে পারবে না। অবৈধ উপায়ে কোন প্রকার বালু উত্তোলন করতে পারবে না।। জনগণ ও পরিবেশের ক্ষতি সাধন করে মাটি,পাহাড় ও বালু উত্তোলন করলে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে কঠোর দিক নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য আলহাজ্ব আবদুল মোতালেব সিআইপি (এমপি)
১ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা পরিষদ,সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে লোহাগাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় এসব কথা মন্তব্যে করেন।
এমপি আবদুল মোতালেব সিআইপি আরও বলেন, এলাকায় কোন প্রকার চুরি ডাকাতি হলে তা বন্ধে আরও কঠোর হতে হবে।যে কোন প্রকার রাষ্ট্রদ্রোহী কাজে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা।নিয়মিত বাজার পরিদর্শন করে নিত্যপণ্যর দাম সহনশীল রাখতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রদান করেন। লোহাগাড়া বাসীীর অনেক দিনের স্বপ্ন সদর ইউনিয়নকে পৌরসভায় রুপান্তর করে বাস্তবায়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। লোহাগাড়ায় বালু উত্তোলনে উপযোগী স্থান পরিদর্শন করে ইজারা দেওয়ার যোগ্য হলে সেক্ষেত্রে অনুমোদন দেওয়া যেতে পারে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল,লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদুল ইসলাম, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ,লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু,উপজেলা পরিষদ ভার�