অবৈধ পিপি ব্যাগের বিরুদ্ধে ফটিকছড়িতে অভিযান

- আপডেট সময় : ০৬:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৫ বার পড়া হয়েছে

মাসুদুল ইসলাম মাসুদ:-
ফটিকছড়ি থানাধীন নাজিরহাট বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল আমিন কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন। এ সময় মেসার্স গরিবের নেওয়াজ অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে পাট জাত পণ্য ব্যবহার না করে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করায় পন্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠান থেকে ৬০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং অন্য আরেকটি প্রতিষ্ঠান মেসার্স জনতা অটো রাইস মিল নামক প্রতিষ্ঠানকে পাট জাত পণ্য ব্যবহার না করে অবৈধভাবে পিপি ব্যাগ ব্যবহার করায় পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক আইন ২০১০ এর ১৪ ধারায় ৫০,০০০/-(পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড করা হয় , উক্ত প্রতিষ্ঠান থেকে ৩৫০০ পিস পিপি ব্যাগ জব্দ করা হয় যার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এই ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক জানান, সারা ফটিকছড়ি জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।