অবৈধভাবে বালু উত্তোলন অভিযানে ইউএনও এসিলেন্ড।
- আপডেট সময় : ১২:১২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
অবৈধভাবে বালু উত্তোলন
অভিযানে ইউএনও এসিলেন্ড।
চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নের একাধিক এলাকায় অবৈধ বালু উত্তোলনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।।
এসময় দুই লক্ষ পয়ষট্টি হাজার আটশত ঘনফুট অবৈধ বালু ও
হাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে ইউএনও, এসিল্যান্ডের অভিযানে ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ এবং উত্তোলনের ব্যবহ্নত পাইপ ও মেশিন জব্দ করে নস্ট করে দেওয়া হয়।।
গত২৮ ফেব্রুয়ারি রোজ বুধবার সারা দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান
এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারি কমিশনার(ভূমি) নাজমুন লায়েল।
অভিযানকালে আরো উপস্হিত ছিলেন পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা শরফুদ্দিন খাঁন সাদি, চুনতি ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা মোঃ ইদ্রিস, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি তেজেন্দ্র বাবুসহ, থানা পুলিশের সদস্য, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা ভূমি অফিসের স্টার্ফগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুুহাম্মদ ইনামুল হাছান জানান, উপজেলার পদুয়া,চুনতি, পুটিবিলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল প্রভাবশালী মহল।। বুধবার দিনব্যাপী পদুয়ার ৯নং ওয়ার্ডের সেনার চর নামক স্থান হতে অবৈধভাবে উত্তোলিত ১০হাজার ৮০০ ঘনফুট বালু,পুটিবিলা গৌড়স্থান হাসিনা ভিটা নামক এলাকা থেকে ৩৮হাজার ঘনফুট,চুনতি পানত্রিশা এলাকা থেকে ৭হাজার ঘনফুট, নলুয়ারবিল সড়াইয়া এলাকা থেকে ২লাখ ১০হাজার ঘনফুট সহ মোট ২ লাখ ৬৫ হাজার ৮শ ঘনফুট বালু জব্দ করা হয়।বালু উত্তোলনে ব্যবহৃত মেশিন ও পাইপ নষ্ট করে দেয়া হয়। জনস্বার্থে