অবশেষে অনেক তর্ক-বির্তক, ভক্ত, সিনে দর্শকদের হতাশ করে ‘রঙ্গনা’ ছবির মহরত করলেন শাবনূর!
- আপডেট সময় : ০৩:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
গত(১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে “রঙ্গনা” ছবির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিলো সংশ্লিষ্টরা। “রঙ্গনা” ছবি নিয়ে অনেক তর্ক-বির্তক হয়েছে সিনেমাপ্রেমী দর্শক থেকে শুরু করে শাবনূরের ভক্ত, চলচ্চিত্র মিডিয়ার বেশ কয়েকজন পরিচালক, নায়ক সবাই “রঙ্গনা” নামক সিনেমাতে শাবনূরের মতো একজন লিজেন্ডারী অভিনেত্রীর কামব্যাক চায় নি। পক্ষান্তরে রঙ্গনা ছবির বয়কট করেছে তার ভক্তরা। শাবনূরের মতো সুপারস্টার নায়িকাকে সবাই “পরিক্ষিত ডিরেক্টর চয়নিকা চৌধুরীর ” মাতাল হাওয়া ” নামে ছবিতে কামব্যাক চেয়েছিলো। শুরু থেকে বিভিন্ন মাধ্যমে রঙ্গনা ছবিটি বয়কট করে আসছিলো অসংখ্য দর্শক থেকে ভক্তরা সবাই। কিন্তু অবশেষে দর্শক, ভক্তদের মন ভেঙ্গে দিয়ে, হতাশ করে শাবনূর নবীন নির্মাতা আরাফাত হোসাইন এর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন।
মহরতে জানা গেলো রঙ্গনা ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এম এস মুভিজ। প্রযোজক মৌসুমি আক্তার মিথিলা একজন নারী। ছবির বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু, কাজী হায়াত, মনিরা আক্তার মিঠু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া, তানভীর সহ আরো অনেকে অভিনয় করবেন। রঙ্গনা’র মহরতে এম এস মুভিজ থেকে শাবনূরকে নিয়ে আরো একটি নতুন সিনেমার ঘোষণা দিলেন প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠানটি। “এখনো ভালোবাসি” নামে এই সিনেমাটিও রঙ্গনা’র পরিচালক আরাফাত হোসাইন পরিচালনা করবেন।
এখন দেখার বিষয়! শাবনূর অধিকাংশ ভক্ত, দর্শকদের মন ভেঙ্গে দিয়ে, হতাশ করে কেমন ছবি উপহার দেয়।