সংবাদ শিরোনাম :
অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিবের খুলনা বিশ্ববিদ্যালয় সফর

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৮:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি:-
অন্তবর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম আজ শনিবার (২৮ জুলাই) বিকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে সফরে আসেন। অল্প সময়ের এ সফরে তিনি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কেন্দ্রীয় গবেষণাগার, ছাত্রী হল হয়ে বিশ্ববিদ্যালয় মন্দির পরিদর্শন করেন। পরবর্তীতে লেকপাড় ঘুরে তিনি শহিদ মিনার ও হাদী চত্বর থেকে সফর সমাপ্তি করেন। সফরকালে প্রেস সচিব ক্যাফেটেরিয়ার নকশা ও বিশ্ববিদ্যালয়ের মন্দিরের প্রশংসা করেন। তার সফরসঙ্গী হিসেবে প্রেস টিমের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মাহদী আল মুহতাসিম এবং খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম।