অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে যুবতীকে নিয়ে লাপাত্তা আলমগীর*

- আপডেট সময় : ০৬:১৬:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

*অন্তঃসত্ত্বা স্ত্রী রেখে যুবতীকে নিয়ে লাপাত্তা আলমগীর*
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সদাবরী গ্রামের নজরুল ইসলামের ছেলে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঘরে অন্তঃসত্বা স্ত্রী রেখে একই ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের আবু সাইমের তালাকপ্রাপ্ত কন্যা পলিকে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। দুইজনকে চুয়াডাঙ্গা থেকে গত রবিবার ধরে নিয়ে পরিষদে আসে। পরে কুড়ুলগাছি গ্রামের মোশারফ বসে উভয়পক্ষকে ডেকে মীমাংসার চেষ্টা করলেও কন্যার পরিবারের লোকজন না আসায় আপোষ মিমাংসা ভেস্তে যায়। পরে ইউপি সদস্য দেলোয়ার হোসেন বিপুর হাতে ছেলে মেয়েকে তুলে দেয় তারা।গতকাল সোমবার সকালে উভয়পক্ষ বসে ৫০ হাজার টাকায় আপোষ মিমাংসা হয়। এ বিষয়ে জানতে দেলোয়ার হোসেন বিপুর সাথে কথা বললে তিনি জানান বিষয়টা মোশারফ মিমাংসা করেছে ওনি সব জানে। এ বিষয়ে জানতে মোশারফের সাথে কথা বললে তিনি জানান, ছেলের ঘরে অন্তঃসত্তা স্ত্রী রয়েছে। তবুও সে এ মেয়েটিকে বিয়ে করে। পরে উভয়পক্ষ বসে যুক্ত তালাকের মাধ্যমে ৪৮ হাজার টাকায় আপোষ মিমাংসা করেছে।