অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা

- আপডেট সময় : ০৮:৩৪:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৫২ বার পড়া হয়েছে

মোঃ মোবারক হোসেন,মানিকগঞ্জ প্রতিনিধি:-
মোঃ আল-মুনতাসির মামুন মনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, মানিকগঞ্জ এর নেতৃত্বে আজ একটি মোবাইল কোর্ট পরিচালিত হয় জাগীর উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
অভিযানটি মূলত সেলফি গাড়ি (লোকাল বাস) কর্তৃক অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত হয়। যাত্রীদের অভিযোগ অনুযায়ী, এসব যানবাহন প্রতিনিয়ত নির্ধারিত ভাড়ার চেয়ে অধিক অর্থ আদায় করে থাকে। এ বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল।
অভিযানে প্রমাণস্বরূপ কিছু গাড়িচালককে জিজ্ঞাসাবাদ ও ভাড়া যাচাই করা হয় এবং প্রমাণিত অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে কয়েকটি যানবাহনের বিরুদ্ধে তাৎক্ষণিক ৪ টি মামলায় মোট ৪,০০০/- টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার মামুন মনি জানান, “অতিরিক্ত ভাড়া আদায় একটি শাস্তিযোগ্য অপরাধ। যাত্রীদের ভোগান্তি রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হবে।”
তিনি আরও জানান, যাত্রীসাধারণ যেন ভাড়া নিয়ে প্রতারণার শিকার না হন, সে লক্ষ্যে প্রশাসন কঠোর নজরদারির মধ্যে রয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।