অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠানের সর্বস্ব পুড়ে ছাই

- আপডেট সময় : ০৮:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

এম.আর চৌধুরী রাজু, নীলফামারী:
নীলফামারীতে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানের সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।বুধবার (২২মে) দুপুর সোয়া ১২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের সমবায় ব্যাংক মার্কেটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই মার্কেটে বন্ধ থাকা আইডিয়াল হোমিপ্যাথিক হল নামক একটি ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হলে, দ্রুত আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের দুটি ইউনিট প্রায় দুই ঘণ্টার বিরতিহীন চেস্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, ততক্ষণে ওই মার্কেটের আইডিয়াল হোমিপ্যাথিক হল, বৈশাখী সুইটস, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ মোট পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত বৈশাখী সুইটসের স্বত্বাধিকারী সুশান্ত জোয়ারদার বলেন, ‘মাত্র দুই মিনিটের ব্যবধানে আগুনের লেলিহান শিখা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে নিমিষেই সব কিছু পুড়ে ছাই হয়। কোনো কিছুই রক্ষা করতে পারিনি। আগুনে সাতটি ফ্রিজ, মিস্টি-সন্দেশ তৈরির কাঁচামাল, আসবাবপত্র, নগদ টাকাসহ