সংবাদ শিরোনাম :
অক্সিজেন মোড় কুয়াইশ সড়কে চসিক’র উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে অক্সিজেন মোড় ও অক্সিজেন – কুয়াইশ সড়কের কয়লার ঘর এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। আজ ২৩ এপ্রিল (বুধবার) গরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
(চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এর নেতৃত্বে অভিযান কালে অক্সিজেন – কুয়াইশ সংযোগ সড়কের কয়লার ঘর এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তার জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তার জায়গা অবৈধ দখল মুক্ত করা হয়। একই অভিযানে অক্সিজেন মোড়ে ফুটপাতের জায়গা থেকে অবৈধ যাত্রী ছাউনী উচ্ছেদ করে ফুটপাত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
Good https://shorturl.at/2breu
Very good https://shorturl.at/2breu